Monday, September 1, 2025
Homeবিনোদনওটিটিতে এবার আনকাট 'পুষ্পা ২'

ওটিটিতে এবার আনকাট ‘পুষ্পা ২’

গত বছর ডিসেম্বর মাসেই ‘পুষ্পা ২’ এর নির্মাতারা জানিয়ে দিয়েছিলেন যে প্রেক্ষাগৃহে ছবির মুক্তির ৫৬ দিনের আগে ওটিটি রিলিজ হবে না। তখনই ‘পুষ্পা: দ্য রুল’ হঠাৎ পুষ্পা দুই এর ডিজিটাল স্ট্রিমিং এর তারিখ নিয়ে জল্পনা-কল্পনার অবসান ঘটেছিল। একইসঙ্গে রোটে ছিল যে পরিচালক সুকুমার থিয়েটারের রান টাইম বিবেচনা করে ছবির বেশ কিছু গুরুত্বপূর্ণ পর্ব সরিয়ে রেখেছেন। যেগুলি দেখা যেতে পারে ডিজিটাল রিলিজের পর অর্থাৎ আনকাট সংস্করণে।
প্রসঙ্গত, বুধবারই সোশ্যাল মিডিয়ায় এবার ফ্রিজের প্রকাশ করে ওটিটি প্লাটফর্মে ‘পুষ্পা ২’ এর রিলিজের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। আজি নেটফ্লিক্সে আসতে চলেছে আল্লু অর্জুনের সুপারহিট ছবি ‘পুষ্পা ২’। যেখানে থাকছে ছবির অতিরিক্ত ফুটেজ। ওটিটিতে ২৩ মিনিটের অতিরিক্ত ফুটেজ সহ ‘পুষ্পা ২’ রিলোডের ভার্সন দেখা যাবে নেটফ্লিক্সে। মুক্তিপ্রাপ্ত ছবির ওটিটিতে বাণিজ্যের কথা মাথায় রেখে নেটফ্লিক্স এর পক্ষ থেকে জানানো হয়েছে যে আনকাট ভার্সনে দর্শকদের জন্য থাকবে সারপ্রাইজ। বক্স অফিসে এই ছবি মুক্তি পাওয়ার পর সুনামি এনেছে।।সারা বিশ্ব জুড়ে প্রায় দেড় হাজার কোটি টাকার ব্যবসা করেছে ‘পুষ্পা ২’। এই ছবির জনপ্রিয়তা যে কোন মাত্রায় পৌঁছেছিল তা দর্শকরা স্বচক্ষে দেখেছিলেন। গত ৪ ডিসেম্বর হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে দর্শকদের ভিড়ে মৃত্যু হয় এক অনুরাগীর।

Read More

Latest News